ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদ ধসে

Bangla News

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  


জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসায় উদ্ধার অভিযান এখন মৃতদেহ উদ্ধার কার্যক্রমে রূপ নিচ্ছে।

খবর আল জাজিরার।

দেশটির জরুরি পরিষেবা কার্যক্রমের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, এই দুর্ঘটনায় অন্তত ১৮৪ জন নিহত হয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটি প্রাথমিক সংখ্যা।


মেন্দেজ এক সংবাদ সম্মেলনে বলেন, মৃত হোক বা জীবিত, যতক্ষণ না আমরা সবাইকে উদ্ধার করছি, ততক্ষণ আমরা এখানেই থাকব। মঙ্গলবার বিকেলের পর থেকে ধ্বংসস্তুপের নিচে আর কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।


পুরোনো ও বিখ্যাত ওই নাইটক্লাবটিতে মঙ্গলবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময়ে ক্লাবটিতে সংগীতশিল্পী, পেশাদার ক্রীড়াবিদ ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষে ভরপুর ছিল।  


হঠাৎ ছাদ থেকে ধুলাবালি পড়তে শুরু করে—লোকজনের হাতে থাকা পানীয়ের গ্লাসের ভেতরেও ধুলা পড়ছিল। এর কয়েক মিনিটের মধ্যেই ছাদটি ধসে পড়ে।


কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় আহত আনুমানিক ১৫০ জনের মধ্যে ২০ জনেরও বেশি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক।


বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *