ড. ইউনূস যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখছেন -গণতান্ত্রিক ছাত্র জোট

Google Alert – ইউনূস

ড. ইউনূস ও তার অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ না দেখে যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছে বামপন্থী ছাত্রসংগঠনের প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র জোট। তাদের অভিযোগ, মার্কিনিদের স্বার্থে ভূরাজনীতিতে জড়িয়ে দেশকে ধীরে ধীরে হুমকির দিকে ঠেলে দিচ্ছে সরকার। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্রাজ্যবাদবিরোধী এক সমাবেশে জোটের নেতারা এ মন্তব্য করেন।
ছাত্রনেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও খুনিদের বিচার করা, দেশটা গুছিয়ে আনা। তা না করে তারা দেশের বাণিজ্য, শিল্প, কৃষি ও জ্বালানি নীতি মার্কিন সাম্রাজ্যবাদের কথামতো বাস্তবায়ন করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যা করত, এই সরকারও ঠিক তা-ই করছে। সমাবেশে জোটের নেতারা দাবি করেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছেন; রক্ত দিয়েছেন এবং জেল খেটেছেন। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও লড়াই চলবে। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার শক্তিকে দমানোর জন্য মিথ্যা বয়ান তৈরি করা হচ্ছে।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ডা. হারুন অর রশিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, অ্যাকটিভিস্ট মার্জিয়া প্রভা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *