ড. ইউনূস – Our Times News

Google Alert – ইউনূস

আওয়ার টাইমস নিউজ। |

ডেস্ক রিপোর্ট: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দগ্ধদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি মানসিক ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দিয়েছেন তিনি।

২৬ জুলাই (শনিবার) রাতে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে যান ড. ইউনূস। প্রায় এক ঘণ্টা পরিদর্শনের সময় তিনি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে কথা বলেন এবং আহত রোগীদের অবস্থা জানতে চান।

অধ্যাপক নাসির জানান, বর্তমানে সেখানে ৪ জন গুরুতর, ৯ জন সিভিয়ার এবং ২৩ জন মধ্যম পর্যায়ের দগ্ধ রোগী চিকিৎসাধীন। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন চিকিৎসায়।

প্রধান উপদেষ্টা সরঞ্জাম বা ওষুধের কোনো ঘাটতি আছে কিনা জানতে চাইলে পরিচালক জানান, সরকারের পক্ষ থেকে সবকিছুই সরবরাহ করা হয়েছে এবং কিছু বিশেষ সরঞ্জাম বিদেশি টিম সঙ্গে করে এনেছে।

বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, প্রাথমিকভাবে ১০টির বেশি হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে দ্রুত স্থানান্তরের কারণে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিশেষ করে ডিএনএ শনাক্তকরণের জন্য সময় লেগেছে কিছু দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে।

একইসঙ্গে অ্যাম্বুলেন্স সংকট ও জরুরি সেবা ব্যবস্থায় ঘাটতির বিষয়গুলোও উন্মোচিত হয়েছে বলে জানান তিনি। এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল দিকগুলো চিহ্নিত করে অবিলম্বে করণীয় সুপারিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন।

পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের স্বজনদের প্রতি সহানুভূতিশীল হওয়ার নির্দেশও দিয়েছেন।

শেষে ড. ইউনূস দগ্ধদের সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, সেবাকর্মী এবং বিদেশি চিকিৎসকদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *