Google Alert – সেনাবাহিনী
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। তার নাম দিদারুল আলম (৪৫)। তিনি পার্শ্ববর্তী মীরসরাই উপজেলার মধ্যম আজম নগর হিংগুলী গ্রামের বাসিন্দা কোব্বত আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জুন (রবিবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকা দিয়ে দারুল আলম হেটে যাচ্ছিলেন। এ সময় শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।
এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, এ ঘটনায় শাহী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চ্টগ্রাম নিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।