Google Alert – পার্বত্য অঞ্চল
জীবিকার তাগিদে কিংবা নানা প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই ঢাকায় ছুটে আসছেন হাজারো মানুষ। আবার নাড়ির টানে কিংবা জরুরি প্রয়োজনে রাজধানী থেকে দেশের বাইরের জেলাগুলোয় মানুষকে যেতে হয়। ঢাকায় আসা-যাওয়ায় দেশের অধিকাংশ মানুষই সড়কপথ ব্যবহার করেন। কারণ, নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে বান্দরবান জেলার বাসের সময়সূচি-
ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলোর অধিকাংশই সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। সন্ধ্যা ৭:৩০ মিনিটে হানিফ, রাত সাড়ে ৯টায় শ্যামলী, সন্ধ্যা ৬:৩০ মিনিটে ইউনিক পরিবহণ, রাত ৮:৫০ মিনিটে সেন্টমার্টিন পরিবহণ ও রাত ১১টায় দেশ ট্রাভেলস সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশে।