Jamuna Television
দেশের স্বাধীনতা রক্ষায় তরুণদের বাধ্যতামূলক সামরিক শিক্ষার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। পাশাপাশি এ বিষয়ে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ আগস্ট) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই গণ আন্দোলনের শহীদদের ভুলে গেলে চলবে না। কারণ এটা সাধারণ কোনও বিপ্লব ছিলো না। এই বিপ্লব সার্বভৌমত্ব লুন্ঠনকারী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হয়েছে।
এর আগে, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাহমুদুর রহমান।
/আরএইচ