তারেক রহমান-ড. ইউনূসের মিটিংয়ের পর বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফেরত এসেছে : শরিফ উদ্দিন জুয়েল

Google Alert – ইউনূস

ঢাকা মহানগর উত্তর যুবদল আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি গত ১৭ বছর মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছে। লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে ঐতিহাসিক মিটিং হওয়ার পর বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা ফেরত এসেছে। এরপরেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড.ইউনূস ঘোষণা দিয়েছেন।

 

তিনি বলেন, আমরা বিশ্বাস করি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনের জন্য গত ১৭ বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। আজ সোমবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

 

মহানগর উত্তর যুবদল আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন,দৌলতপুরের ছেলে হিসেবে আমি এখন দৌলতপুরে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছি। প্রতিটি নেতাকর্মীর খোঁজ খবর রাখছি। ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতনের আন্দোলনের অংশ হতে পেরে গর্বিত জানিয়ে তিনি বলেন,গত ১৭ বছরে রাজপথের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে তিনশো’র অধিক মামলার আসামী হয়েছি। ২৮টি গুলি বিদ্ধ শরীর নিয়েও সরকার পতনের আন্দোলন চালিয়ে গেছি। ‌ যুবদলের এই নেতা আরও বলেন,আমার রাজনীতির বয়স ৩১ বছর। এই ৩১ বছরের মধ্যে ৩১ মিনিটও আমার রাজনীতিতে গ্যাপ নেই।

 

 

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি। কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনে সংসদ সদস্য প্রার্থী হবেন কিনা জানতে চাইলে শরিফ উদ্দিন জুয়েল বলেন,দল যদি আমাকে মনোনয়ন দেই। তাহলে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি। মনোনয়ন না পেলে কি করবেন এমন প্রশ্নে তিনি বলেন,দল যাকেই মনোনয়ন দেবে তার জন্যই আমি শতভাগ উজাড় করে দিয়ে কাজ করবো।

 

 

মনোনয়ন পেলে দলের কর্মী,না পেলে দলের কর্মী না। আমি মোটেও সেই নীতিতে বিশ্বাসী না। মতবিনময় সভায় তার সাথে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন,দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মন্টি সরকার,কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মজিদ,জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

প্রসঙ্গত,ঢাকা মহানগর উত্তর যুবদল আহবায়ক শরিফ উদ্দিন জুয়েলের বা‌ড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। ‌তিনি কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *