তিন সপ্তাহে সেনা অভিযানে গ্রেফতার ৯৯৬

Bangla Tribune

দেশের বিভিন্ন স্থানে গত তিন সপ্তাহ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৯৯৬ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারসহ এ সময় ৫৬টি অবৈধ অস্ত্র ও ৯৯০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার কর। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্নেল মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ১৫ হাজার ২৬২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গত তিন সপ্তাহে গ্রেফতার ৯৯৬ জনের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী রয়েছে।

মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৭ মে একটি বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শ্যুটার আরাফাত এবং শরীফকে পাঁচটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড অ্যামোনিশন ও একটি স্যাটেলাইট ফোনসহ গ্রেফতার করা হয়।

একইদিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ আরও তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও ভূমি দখলের মতো অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, ৪ জুন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেলকে ১০ জন সহযোগীসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার বুনিয়া সোহেলের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। তাদের কাছ থেকে নগদ অর্থ, বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ৫ জুন কক্সবাজারের মাঝিরকাটা এলাকায় ডাকাত শাহীনুর রহমান ওরফে শাহীনকে তার দুই ঘনিষ্ঠ সহযোগীসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ ২০টির বেশি মামলা রয়েছে। তাদের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ মোট চারটি অস্ত্র, গোলাবারুদ, দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। ৬ জুন কুষ্টিয়ার দূর্বাচর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনসহ চার জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। অভিযানে ছয়টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, ১০টি পিস্তল ম্যাগাজিন এবং সর্বমোট ১১৯ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়।

কর্নেল মো. শফিকুল ইসলাম আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানে গত তিন সপ্তাহে ৪৫২ জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ৫ হাজার ৪৭৬ জনকে সেনাবাহিনী গ্রেফতার করা হয়েছে। এ সময় উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তিনি বলেন, ৬ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের লুটেরচর এলাকায় একটি মদ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এই কারখানায় গ্যাস লাইটার তৈরির নামে অবৈধভাবে মদ তৈরি করা হচ্ছিল। পরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে ৮ হাজার ৬২০ লিটার মদ এবং মদ উৎপাদনের বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়েছে।

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে অতি বৃষ্টিতে একটি গুরত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এতে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, টানা ভারী বর্ষণে হবিগঞ্জের কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্যাদুর্গত পানিবন্দি মানুষের পাশে দাঁড়ায়। ৭ জুন ঈদুল আজহার দিন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা হবিগঞ্জ এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা বিধানে ৫ আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। ২৭ মে সেনাসদরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সংশ্লিষ্ট গুরত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় মিরপুরের একটি চকলেট কারখানাকে ৭ লাখ টাকা জরিমানাসহ সাময়িক বন্ধের আদেশ জারি করে। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বিশেষ সহায়ক ভূমিকা পালন করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *