jagonews24.com | rss Feed
তুরস্ক ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা (আইডিইএফ) ২০২৫-এ তাদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ উন্মোচন করেছে। দুই হাজার পাউন্ড বা প্রায় ৯৭০ কেজি ওজনের এই বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র।
এক সরকারি কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, বোমাটি প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে ফেলা যায়।
আরও পড়ুন>>
তিনি আরও জানান, আরঅ্যান্ডডি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। এর গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
‘নেব-২ ঘোস্ট’ — আধুনিকতম বাঙ্কার বিধ্বংসী বোমা
এদিন কর্মকর্তারা আরও একটি বোমা সম্পর্কে তথ্য দিয়েছেন, যার নাম ‘নেব-২ ঘোস্ট’। এর ওজনও ৯৭০ কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাঙ্কার বিধ্বংসী বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
এই বোমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো স্থাপনাগুলোর সুরক্ষিত কংক্রিট কাঠামো ভেদ করতে সক্ষম। কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল সি৩৫ গ্রেড কংক্রিটে ২ দশমিক ৪ মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, যেখানে নেব-২ সাত মিটার গভীর পর্যন্ত সি৫০ গ্রেড (তিনগুণ বেশি শক্তিশালী) কংক্রিট ভেদ করতে পারে।
একটি পরীক্ষামূলক অভিযানে নেব-২ বোমাটি একটি দ্বীপে ফেলে দেখা যায় এটি ৯০ মিটার গভীর পর্যন্ত প্রবেশ করে ভূমিধস, গ্যাস নির্গমন এবং পাথর ধ্বংসের মতো বিস্ফোরণ ঘটায়।
এফ-১৬ যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এই বোমার বিস্ফোরণ সময় ২৫ মিলিসেকেন্ডের পরিবর্তে ২৪০ মিলিসেকেন্ডে নির্ধারণ করা হয়েছে, যা ধ্বংসাত্মক ক্ষমতা আরও বাড়িয়ে তোলে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএএ/