তুরস্ক-গ্রিসসহ দক্ষিণ ইউরোপজুড়ে দাবানলে বিপর্যয়, বুরসা শহর হুমকিতে : সংবাদ অনলাইন

Google Alert – সেনা

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ২৮ জুলাই ২০২৫

দক্ষিণ ইউরোপজুড়ে দাবানলের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর বুরসাকে ঘিরে থাকা পাহাড়ি এলাকায় দাবানলের ছড়িয়ে পড়ায় শহরটি এখন সরাসরি হুমকির মুখে। এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত দুইজন।

বুরসার দিকে ধেয়ে আসছে আগুন

রোববার রাতে উত্তর-পশ্চিম তুরস্কের বুরসা শহরের আশপাশের বনাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন এতটাই তীব্র ছিল যে পূর্বাঞ্চলীয় উপশহরগুলোর আকাশ লাল হয়ে ওঠে। প্রায় ১,৯০০ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, বন্ধ করে দেওয়া হয়েছে বুরসা-আঙ্কারা মহাসড়ক।

শহরের মেয়র মুস্তাফা বোজবে জানিয়েছেন, আগুনে ৩ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বুরসার বাইরে পানি ট্যাঙ্কার খাদে পড়ে আরও একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুইজন।

দাবানল ছড়িয়ে পড়েছে দেশজুড়ে

তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, শনিবার দেশজুড়ে ৮৪টি পৃথক স্থানে আগুনের সঙ্গে লড়াই করেছে ফায়ার সার্ভিস। উত্তর-পশ্চিমাঞ্চলের কারাবুক অঞ্চলে ১৯টি গ্রাম থেকে আরও ১,৮০০ এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণের কাহরামানমারাশ অঞ্চলেও বড় দাবানল জ্বলছে।

জুনের শেষ দিক থেকে তুরস্কে প্রতিদিনই ভয়াবহ দাবানল হচ্ছে। ইজমির ও বিলেজিক অঞ্চলকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছে সরকার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাকে রেকর্ড ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। শুধু জুলাইতেই ১৩২টি স্থানে রেকর্ড গরম ধরা পড়েছে।

প্রাণ হারিয়েছেন উদ্ধারকর্মীরাও

গত কয়েক সপ্তাহে আগুনে প্রাণ গেছে অন্তত ১৫ জনের, যাদের মধ্যে ১০ জনই উদ্ধার ও বনকর্মী। পশ্চিম তুরস্কের এসকিশেহিরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়।

বিচারমন্ত্রী ইয়িলমাজ তুন্চ জানান, ২৬ জুন থেকে এখন পর্যন্ত ৩৩টি প্রদেশে দাবানলের তদন্ত হয়েছে এবং ৯৭ জন সন্দেহভাজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউরোপজুড়ে একই সংকট

গ্রিস, বুলগেরিয়া ও মন্টেনেগ্রোও দাবানলের বিরুদ্ধে লড়াই করছে।

* গ্রিস: এথেন্সের অদূরে ক্রিওনেরিতে আগুন ছড়িয়ে পড়েছে, সেখানে ২৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত তিনজন।

* বুলগেরিয়া:দেশের অর্ধেকের বেশি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি। বেলেদিয়ে খানের কাছে দাবানল নেভাতে কাজ করছেন দমকলকর্মীরা।

* সার্বিয়া সীমান্ত: পশ্চিম ট্রান অঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

ইউরোপীয় সহায়তা চাওয়া

বুলগেরিয়ার জাতীয় ফায়ার সার্ভিস প্রধান আলেকজান্ডার জার্টভ জানান, বর্তমানে ২৩৬টি দাবানল সক্রিয় রয়েছে। ইউরোপীয় সহযোগী দেশগুলোকে সাহায্যের অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, হাঙ্গেরি, সুইডেনসহ পাঁচ দেশ থেকে দমকল বিমান ও হেলিকপ্টার আসছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *