প্রথম আলো
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির তেজগাঁও বিভাগের অধীন আদাবর, মোহাম্মদপুর, হাতিরঝিল, শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত অপরাধী রয়েছে। তেজগাঁও বিভাগের বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তত্ত্বাবধানে নিয়মিত টহল ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
গতকাল শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে আদাবর থানার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোহান (২০), মো. পায়েল (২০), মোহাম্মদ হোসাইন (২০), মো. নাসির (২৫), জহিরুল ওরফে দ্বীন ইসলাম (২৮), মো. পলাশ (২২), মো. তামিম (১৯), মো. শহিদুল ইসলাম (২৮), মো. শান্ত (২২) ও মো. টিপু (৩৬)। আসামিদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি লোহার চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।