তেলের বিনিময়ে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইরান

Jamuna Television

ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য তেলের বিনিময়ে চীনের তৈরি বিমান-প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (সারফেস-টু-এয়ার মিসাইল) সংগ্রহ করেছে ইরান।

ইরান সম্প্রতি চীনের কাছ থেকে ‘এইচকিউ-৯’ বা অনুরূপ অত্যাধুনিক বিমান-প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম পেয়েছে, যা ইসরায়েলি বিমান হামলা মোকাবিলায় সক্ষম।

২০০১ সাল থেকে ব্যবহৃত হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। মুলত রুশ ‘এস-৩০০’-এর আদলে তৈরী করা হয়েছে ‘এইচকিউ-৯’। এর পাল্লা প্রায় ৩শ’ কিলোমিটার। ১৮০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম একেকটি মিসাইল।

মিডল ইস্ট আইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি চলছে ইরানের। এই সুযোগে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে জোর দিয়েছে তেহরান। তারই অংশ হিসেবে তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। হোয়াইট হাউজও এই ইস্যুতে অবগত রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

ইসরায়েলের সাথে যুদ্ধে স্পষ্ট হয়ে ওঠে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সফল হামলা চালায় ইসরায়েল। এরপরই তেহরান জোর দেয় নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদারে।

সূত্র: মিডেল ইস্ট আই, মিলিটারি ওয়াচ ম্যাগাজিন।

/এআই

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *