চ্যানেল আই অনলাইন
ত্রাণ নিতে গিয়ে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি ফুটবলার সুলেমান আল-ওবাইদ। ফিলিস্তিনের পেলে-খ্যাত তিনি। মৃত্যুর খবর জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
বুধবার গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য পেতে গিয়েছিলেন ৪১ বর্ষী মিডফিল্ডার। সেসময় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। পাঁচ সন্তানের পিতা সুলেমান।
সুলেমান ফিলিস্তিন ক্লাব খাদামাত আল-শাতিতে ক্যারিয়ার শুরু করেন। পরে পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার ক্লাবে এবং পরে গাজা স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। ফিলিস্তিনি তারকা ১০০টির বেশি গোল করেছেন।
ফিলিস্তিন ফুটবলের তথ্যে, দেশটির ক্রীড়াঙ্গনে প্রাণ হারানোর সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে। যার মধ্যে আছেন খেলোয়াড়, কোচ, প্রশাসক, রেফারি এবং বোর্ড সদস্য।