ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ : সংবাদ অনলাইন

Google Alert – সেনাপ্রধান

ক্রীড়া বার্তা পরিবেশক : বুধবার, ৩০ জুলাই ২০২৫

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ৫ম সাধারণ পরিষদের সভা বুধবার,(৩০ জুলাই ২০২৫) দুপুরে ঢাকা সেনানিবাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএ’র সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের এই সভাটি ২০২৩-২০২৪ অর্থবছরের কার্যক্রমের ওপর ভিত্তি করে আয়োজিত হচ্ছে। সভাটি আয়োজনে বিভিন্ন কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে, এ বছরে আমরা ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য খুব শিগগিরই আরেকটি সাধারণ সভা আয়োজন করবো। সভাপতি গত ২১ মার্চ মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং বিমানের পাইলট এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সবার আত্মার মাগফেরাত কামনা করেন।

সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রধান কাজ হচ্ছে অলিম্পিক আন্দোলন জোরদার করার মাধ্যমে দেশ ও দেশের বাইরে ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহযোগিতা করা। তিনি বলেন আমি বিশ্বাস করি প্রকৃত ক্রীড়াবিদ সবসময়ই সুনাগরিক হিসেবে গড়ে উঠে। কখনও তারা বিপদগামী হন না।

তাই যুব ও তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা জরুরি। ব্যক্তিগতভাবে আমি নিজে এবং অলিম্পিক এসোসিয়েশন সাধ্যমতো সেই চেষ্টা করে যাচ্ছে।

বিওএ’র বর্তমান গঠনতন্ত্রটি ২৫ বছর আগে আইওসি কর্তৃক অনুমোদনকৃত। যুগোপযোগী ও হালনাগাদ করার লক্ষ্যে আমরা গঠনতন্ত্রটি রিভিউ করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কার্যনির্বাহী কমিটির সবার মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। আগামী সাধারণ পরিষদের সভায় সবার মতামত নিয়ে গঠনতন্ত্রটি চূড়ান্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামীতে যে সব আন্তর্জাতিক গেমসে বাংলাদেশ থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে তাদের প্রতি তিনি শুভকামনা জানান এবং আশা করেন তারা প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রনাধীন ১৭৩ একর জায়গা এই প্রকল্প বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে। তিনি প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্পন্সরদের এগিয়ে আসার আহবান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্য শেষে মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় সব নিহত ছাত্র-ছাত্রীসহ আগস্ট ২০২৩ হতে জুন ২০২৪ পর্যন্ত যে সব ক্রীড়াব্যক্তিত্ব মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আজকের সভায় কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের মোট ৮৯ জন সদস্য উপস্থিত ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *