ত্রিশ না হয়েও অস্ত্রের লাইসেন্স কীভাবে?—‘আইন দেখি নাই’ বললেন উপদেষ্টা

Google Alert – প্রধান উপদেষ্টা

শেয়ারবাজার ডেস্ক :স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে বিমানবন্দরে একটি পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে—তিনি কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন, যখন তাঁর বয়স এখনো ত্রিশ হয়নি?

 

এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে কিছু বলতে পারব না।”

 

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেকে বলছেন, এটা একে–৪৭-এর ম্যাগাজিন। আসলে এটা একে–৪৭ নয়। এটি তাঁর পিস্তলের খালি ম্যাগাজিন। সেটি ভুলে সঙ্গে থেকে গিয়েছিল।”

 

তিনি আরও বলেন, “এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয়, আপনি চশমা নিতে গিয়ে ভুল করে মোবাইল নিয়ে বেরিয়ে পড়েন। এটা তেমন একটা ভুল। তিনি যদি আগে জানতেন, তাহলে কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতেন না।”

বিমানবন্দরে নিরাপত্তা স্ক্যানিং তিনবার করার পর শেষবার গিয়ে ম্যাগাজিনটি ধরা পড়ে। এতে বিমানবন্দর কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ধরুন আমার ভাই একজন নেতা, তিনি ঢুকলে কিছুটা প্রিভিলেজ পান। কিন্তু এই প্রিভিলেজ যেন কেউ না পান। সবার জন্য যেন আইন সমান হয়, সেটাই নিশ্চিত করতে বলা হয়েছে।”

 

বৈঠকে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখন পর্যন্ত এসব অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকির তথ্য নেই।
 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *