Samakal | Rss Feed
থাইল্যান্ডে আটক সেনাদের মুক্তি চায় কম্বোডিয়া
বিশ্ব
অনলাইন ডেস্ক 2025-08-01
সীমান্তে কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ডে আটক হওয়া ২০ সেনাকে দেশে ফিরিয়ে আনতে চায় কম্বোডিয়া। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর থাই সেনাদের হাতে আটক হয়েছিলেন ওই সেনারা।
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা জানান, আটক সেনাদের মুক্তির বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। তবে থাই গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, আটক সেনাদের দেশে ফেরত পাঠানোর আগে থাই সেনাবাহিনী চায় তারা যেন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়।
সোচেতা বলেন, আমরা আমাদের সব সেনাকে নিরাপদে ও দ্রুত ফিরিয়ে আনার জন্য থাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। থাই পক্ষকে আহ্বান জানাই, তারা যেন ২০ সেনাসদস্যকে দ্রুত দেশে ফেরত পাঠায়। আলজাজিরা।