থানচিতে বিজিবি কর্তৃক ১৪টি ম্রো পরিবারের ১শ একর জুম ভূমি ও ফলজ বাগান বেদখলের পাঁয়তারা

Hill Voice on Facebook

থানচিতে বিজিবি কর্তৃক ১৪টি ম্রো পরিবারের ১শ একর জুম ভূমি ও ফলজ বাগান বেদখলের পাঁয়তারা

হিল ভয়েস, ৩০ জুন ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলাধীন থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নের চাইয়াং পাড়া গ্রামের ১৪টি আদিবাসী ম্রো পরিবারের প্রায় ১ শত একর চিরায়ত জুম ভূমি ও ফলজ বাগান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বেদখলের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ গত ২৮ জুন ২০২৫ থানচির ৩৮ ব্যাটালিয়ন বিজিবি বলিপাড়া ক্যাম্পের কমান্ডার লেঃ কর্নেল জহিরুল ইসলাম ১৪টি ম্রো পরিবারকে জমির কাগজপত্র নিয়ে বিজিবি বলিপাড়া চেকপোস্টে দেখা করতে নির্দেশ দেন বলে জানা গেছে।

ভূক্তভোগী গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, গত ১ জুন, বিজিবির ৩৮ ব্যাটালিয়ন এর বলিপাড়া ক্যাম্পের কমান্ডার লেঃ কর্নেল জহিরুল ইসলাম ১৪টি পরিবারের জুম ভূমি ও ফলজ বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে জুম চাষীদের উদ্দেশ্য করে ক্যাম্প কমান্ডার বলেন যে, সরকারের নির্দেশ- সেখানে ক্যাম্প বানাতে হবে।

এরপর গত ১৭ জুন, কমান্ডার লেঃ কর্নেল জহিরুল ইসলাম দ্বিতীয়বার জায়গাটি পরিদর্শন করেন। সেদিন ক্যাম্প কমান্ডার জুমচাষ করা এক জুমিয়া ম্রোকে ডেকে বলেন, ‘এখানে পর্যটন কেন্দ্র হবে, পর্যটন কেন্দ্র হলে তোমরা লাভবান হবে।’ এ সময় ক্যাম্প কমান্ডার ওই ম্রো জুমচাষীর কাছে উক্ত এলাকায় কার কার জমি আছে তা জানতে চান। জুমচাষীটি কয়েকজনের নাম বলেন।

গত ১৯ জুন, তৃতীয়বার পরিদর্শনে গিয়ে কমান্ডার লেঃ কর্নেল জহিরুল ইসলাম চাইয়াং পাড়া গ্রামের হেডম্যান ও কার্বারিদের ডেকে ২৮ জুন গ্রামের ১৪টি ম্রো পরিবারকে জমির কাগজপত্র নিয়ে বিজিবি বলিপাড়া চেকপোস্টে দেখা করার নির্দেশ দেন।
ব্যাপারটি নিয়ে ম্রো গ্রামবাসীরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত তারা বিজিবি ক্যাম্পে যায়নি বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারসমূহ হল- (১) লেকাই ম্রো (৪০), পিতা-মাংতম ম্রো; (২) কাইউই ম্রো (৪০), পিতা-মৃত পুংনেং ম্রো; (৩) চিনী ম্রো (৩৯), পিতা-কংয়েং ম্রো; (৪) পুংকেং ম্রো (৪২), পিতা-মাংপুং ম্রো; (৫) তিংচ্যং ম্রো (৫৫), পিতা-মৃত টলে ম্রো; (৬) ইয়েংপুং ম্রো (৬০), পিতা-মৃত চাইয়াং ম্রো, তিনি পাড়া প্রধান/কারবারি; (৭) রেংইয়ুং ম্রো (৩৮), পিতা-রেংপ্রং ম্রো; ( ৮) পাউরেং ম্রো (৬৫), পিতা-তলে ম্রো; (৯) রুমক্লাম ম্রো (২৭), পিতা-পুংনেং ম্রো; (১০) তলে ম্রো (৩০), পিতা-পাউরেং ম্রো; (১১) চ্যংওয়াই ম্রো (২৮), পিতা-লাংচ্যং ম্রো; (১২) রেংরুই ম্রো (২৪), পিতা-মাংসম ম্রো; (১৩) দনরই ম্রো (৩০), পিতা-ইরচ্যং ম্রো; (১৪) ইসুফ ম্রো (৬৫), পিতা-মেনসম ম্রো।

তারা সকলেই থানচি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাইয়াং পাড়ার বাসিন্দা। তাদের গ্রামের পাশেই উক্ত জুম ও ফলজ বাগানের ভূমি অবস্থিত বলে জানা গেছে।
https://hillvoice.net/bn/%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a7%a7%e0%a7%aa/

Hill Voice #ChittagongHillTracts #humanrights #mropeople #landgrabe


হিল ভয়েস, ৩০ জুন ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলাধীন থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নের চাইয়াং পাড়া গ্রামের ১৪টি আদি….

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *