দিঘলিয়ার সেনহাটি কাশেম পাড়ায় ডাকাতি সংঘঠিত

Google Alert – সশস্ত্র

দিঘলিয়া প্রতিনিধি ঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি কাশেম পাড়া এলাকায় ভোর বেলা জনৈক মোঃ বক্কার হোসেনের বাড়িতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক ডাকাতি সংঘটিত হয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর সোয়া ৫ টার দিকে দিঘলিয়া উপজেলাস্থ সেনহাটি ইউনিয়নের অন্তর্গত কাশেমপাড়া এলাকায় মোঃ বক্কার হোসেনের বাড়িতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক ডাকাতি সংঘটিত হয়েছে। বাড়ির কর্তা মোঃ বক্কার হোসেন ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীরত থাকার কারণে তার স্ত্রী মনিরা বেগম মেয়ে তিন্নিকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ভোর সোয়া ৫ টার দিকে (১) জামাই আল-আমিন, পিতাঃ সেলিম হোসেন, (২) মোঃ ফয়সাল, পিতাঃ উজির আলী, ৩। মোঃ যুবরাজ, পিতাঃ সোহাগ হোসেন, গ্রামঃ সেনহাটি আদর্শ পল্লী সশস্ত্র অবস্থায় ঘরে ঢুকে ডাকাতি করে।
এ সময় ডাকাত দলের হাতে থাকা ধারালো দা এবং চাপাতি দিয়ে ঘরের মধ্যে অবস্থানরত স্ত্রী মোছাঃ মনিরা বেগম এবং মেয়ে মোছাঃ তিন্নি খাতুন-কে ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে হাতের রিং (আংটি) ১টি, কানের দুল ২টি, পায়ের নুপুর ৩টি, নাকফুল ১টি এবং সাথে থাকা মোবাইল ২টি নিয়ে চলে যায়। উক্ত সময় মেয়ের মা পাশের বাড়ির লোকদের ডাকার জন্য চিৎকার করলে, ডাকাত সদস্য কর্তৃক তাকে দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে। ঘর ছেড়ে মেয়েকে নিয়ে দৌঁড়ে অন্য বাড়ি আশ্রয় নেন। তবে কেউ আহত হয়নি।
উল্লেখ্য,উক্ত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার কর্তৃক থানায় লিখিত অভিযোগ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। দিঘলিয়া থানা পুলিশ সহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার ভুক্তভোগী আরো অনেকেই অভিযোগ করে এ প্রতিবেদককে জানান, তারা এদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। আবারো দেব। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আমরা এদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *