প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া ও দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত এলাকায় নারী ও শিশুসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের সীমান্তে একত্র করে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে বিজিবি। গতকাল সোমবার রাতে তাঁদের আটক করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও তিনটি শিশু আছে। আটকের পরে তাঁদের বিজিবির চান্দুরিয়া ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।