দিনাজপুর সীমান্ত দিয়ে ৫৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

Bangla Tribune

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিনাজপুর সীমান্ত দিয়ে নতুন করে ৫৭ জন বাংলাদেশি নাগরিককে ঠেলে (পুশইন) পাঠিয়েছে। বিজিবির দিনাজপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে দিনাজপুর বিজিবি সেক্টরের শহীদ কর্নেল গুলজার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

তিনি জানান, ভারতে শ্রম বিক্রি করে উপার্জিত অর্থ, কাপড় কিংবা অন্যান্য কোনও মালপত্র আনতে না দিয়েই বিএসএফ তাদের শূন্যহাতে বাংলাদেশে ঠেলে পাঠায়। বিজিবি তাদের আটক করে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই শেষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

সাম্প্রতিক সময়ে পুশইনের প্রবণতা বাড়ায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী। বিজিবির পক্ষ থেকে নিয়মিতভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হচ্ছে।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যাতে গরু চোরাচালান ও কোরবানির চামড়া পাচার না হয়, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। লে. কর্নেল আব্দুল্লাহ বলেন, ‘দেশে পর্যাপ্ত কোরবানির পশু মজুত আছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন, তাই পার্শ্ববর্তী দেশ থেকে গরু প্রবেশ যাতে না করতে পারে, সেজন্য সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।’

তিনি আরও জানান, ঈদের ছুটিতে দেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি কমান্ডার বলেন, ‘সীমান্ত সুরক্ষা রাষ্ট্রীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের প্রতিটি সদস্য পেশাদারত্ব বজায় রেখে সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ আমাদের বড় শক্তি।’

তিনি সাধারণ জনগণকে সন্দেহভাজন ব্যক্তি বা তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার অনুরোধ জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *