Google Alert – BD Army
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার সকালে উপজেলার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পটি আয়োজন করেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড সদর খাগড়াছড়ি রিজিয়ন। ব্যবস্থাপনায় ছিল ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা সেনা জোন।
চিকিৎসাসেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মো. মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি। ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, ‘সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ গ্রামীণ জনজীবনে স্বাস্থ্যসেবার এক গুরুত্বপূর্ণ সংযোজন।’
চিকিৎসা সেবা প্রদানকালে ক্যাম্পের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক মেজর মোজাম্মেল হোসেন বলেন, ‘জুলাই শহীদদের স্মরণে এ আয়োজন। আমরা চেয়েছি, পাহাড়ি ও বাঙালি জনগণের সু-স্বাস্থ্য নিশ্চিতে মানসম্মত সেবা তাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, এই উদ্যোগ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/হিমেল