Google Alert – BD Army
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সর্বস্তরের জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মৌলভীবাজার জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা টহল দল সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এআই দিয়ে তৈরি ভিডিও বা স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যে কেউ বিভ্রান্তি ছড়াতে পারে। এসব বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার আহ্বান করেন তিনি। নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। হিন্দু ধর্মালম্বীদের যাতে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে না হয় সেই ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই বছর মৌলভীবাজার জেলায় ১০০৮টি সার্বজনীন মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।