Google Alert – সেনাবাহিনী
মঙ্গলবার (০১ জুলাই) বিকালে বিষয়টি জানাজানি হয়। এরই মধ্যে আসামি ছিনিয়ে নেওয়ার পরই দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সোমবার বিকালে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) জামালপুরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে অভিযান চালায়। সন্ধ্যার দিকে অভিযানে দুই মাদক কারবারি লাল মিয়া (২৭) এবং জুয়েলকে (২৫) গ্রেফতার করা হয়। সংবাদ পেয়ে তাদের সহযোগী এবং আত্মীয়-স্বজন মিলে ডিবি পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান এবং দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান। তাদের হামলায় ডিবি পুলিশের ১০ সদস্য আহত হন। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযানে নামে। রাত সাড়ে ১০টার দিকে দুই পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। আহত ডিবির সদস্যদের প্রাথমিকভাবে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার বিকালে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) জামালপুরের ওসি রুহুল আমিন তালুকদার বলেন, ‘ছিনিয়ে নেওয়া আসামিদের আমরা পুনরায় গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলায় আহত ডিবি পুলিশের ১০ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে।’
আজকালের খবর/ এমকে