দেশে বাঘ কমে ৪০০ থেকে ১২৫

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

বাঘের সংখ্যা এক দশকে তিনগুণ বেড়েছে নেপালে। ছোট্ট একটি দেশে বাঘ রয়েছে তিনশর বেশি। স্বাধীনতার পর বাংলাদেশে বাঘের সংখ্যা ছিল প্রায় ৪০০। এখন কমে ১২৫-এ ঠেকেছে। বিশেষ করে গত ৩ যুগে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। হত্যাসহ চোরাকারবারিদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে রয়েল বেঙ্গল টাইগার।

এমনই প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। ‘মানুষ-বাঘের সুরেলা সহাবস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে বাঘের বংশ বৃদ্ধির অঙ্গীকারের মধ্যদিয়ে এ দিবস পালন করা হচ্ছে। ২০১০ সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ অভিবর্তনে এই দিবসের সূচনা হয়। বিশ্বজুড়ে দিবসটি পালন করা হলেও বাঘ টিকে আছে বিশ্বের এমন ১৩টি দেশে বিশেষ গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হয়।

বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম মনিরুল এইচ খান বলেন, বাঘ হত্যা অপরাধ। বাঘকে মানুষই তাড়া করে। বাঘের বসত ঘর, অর্থাৎ সুন্দরবনে মানুষই হানা দেয়। বাঘের ঘরে বাঘ বাস করতেও উৎকণ্ঠায় থাকে। সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে ১২৫টি বাঘ রয়েছে। একসময় প্রায় ৪০০ বাঘ ছিল। বাঘের সংখ্যা আরও বাড়াতে হলে একে নির্বিঘ্নে বসবাস, চলাচল করতে দিতে হবে। পার্বত্য চট্টগ্রামেও বাঘ রয়েছে জানিয়ে অধ্যাপক মনিরুল বলেন, পার্বত্য চট্টগ্রামের বনেও বাঘ রয়েছে। একসময় ১০-১৫টি থাকলেও বর্তমানে সেখানে ২-৪টি বাঘ রয়েছে।

এক শতাব্দী আগেও এশিয়ায় প্রায় এক লাখ বাঘের বিচরণ ছিল। কিন্তু নির্বিচারে বন উজাড় ও চোরা শিকারের ফলে শিকারি এ প্রাণী বিলুপ্তির পথে। এখন বাংলাদেশ, নেপাল, চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রাশিয়াসহ ১৩টি দেশের বনাঞ্চলে কেবল ৫ হাজার ৬০০টি বাঘ অবশিষ্ট আছে। এই দেশগুলো ২০২২ সালের মধ্যে তাদের বাঘের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এদের মধ্যে নেপালই প্রথম লক্ষ্যমাত্রা পূরণ করেছে। কিন্তু বাংলাদেশে বাঘের সংখ্যা দ্বিগুণ হওয়া তো দূরের কথা, বরং কমছে।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের তৃতীয় বাঘ জরিপের ফলাফল গত ৮ অক্টোবর ঘোষণা করা হয়। এতে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ২১টি বাঘের বাচ্চা (বাঘ শাবক) থাকলেও তা আন্তর্জাতিক আইন অনুযায়ী ঘোষণার আওতায় আনা হয়নি। সুন্দরবনে ২০১৮ সালের ২২ মে’র জরিপে রয়েল বেঙ্গল টাইগার বা বাঘের সংখ্যা ছিল ১১৪টি। সেখানে ২০২৪ সালে সর্বশেষ ক্যামেরা ট্র্যাকিংয়ের জরিপে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে। অর্থাৎ ৮ বছরে সুন্দরবনের বাঘ বেড়েছে ১১টি। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সুন্দরবনে ৯টি মৃত বাঘ এবং ২টি বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। তবে কতটি বাঘ শাবকের জন্ম হয়েছে, তার পরিসংখ্যান পাওয়া কঠিন।

বাগেরহাট প্রতিনিধি জানান, ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের বাংলাদেশ অংশে ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৫টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে মারা গেছে মাত্র ১৫টি। লোকালয়ে ঢুকে পড়া ১৪টি বাঘকে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। ২০০৭ সালের সিডরে একটি বাঘ মারা পড়েছে ও বাকি ২৫টি বাঘ হত্যা করেছে চোরাশিকারিরা। তাদের অধিক মুনাফার আশায় বাঘের অঙ্গপ্রত্যঙ্গ, চামড়া, হাড়, দাঁত, নখ পাচার ছিল একসময়ে নিত্যদিনের ঘটনা। আর তা চোরাকারবারি সিন্ডিকেটের মাধ্যমে চলে যেত দেশ ও দেশের বাইরে।

সুন্দরবন বিভাগসহ বন বিশেষজ্ঞরা বলছেন, চোরাশিকারির পাশাপাশি বাঘের আবাসস্থল সংকট হওয়ার কারণেও হুমকির মুখে রয়েছে সুন্দরবনের বাঘ। পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এ অবস্থায় হারিয়ে যেতে পারে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। ২০৭০ সাল নাগাদ বাংলাদেশে বাঘের জন্য কোনো উপযুক্ত জায়গা থাকবে না। কেননা, বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধিসহ উল্লেখযোগ্য পরিবর্তন সুন্দরবনে টিকে থাকা এসব বাঘ বিলীন হওয়ার জন্য যথেষ্ট। এই অবস্থায় সুন্দরবনে বাঘের আবাসভূমি এখন চরম হুমকির মুখে পড়েছে। তবে আশার খবর হচ্ছে সুন্দরবনে একের পর এক বনদস্যুদের আত্মসমর্পণ ও কঠোর নজরদারির ফলে এখন বাঘ নিধন কমে এসেছে। পাশাপাশি বর্তমানে সুন্দরবন সুরক্ষাসহ বাঘের প্রজনন, বংশ বৃদ্ধিসহ অবাধ চলাচলের জন্য গোটা সুন্দরবনের আয়তনের ২৩ ভাগ থেকে ৫১ ভাগ এলাকাকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়েছে। এতে বাঘ কিছুটা হলেও স্বস্তির মধ্যে রয়েছে।

সুন্দরবনের প্রাণপ্রকৃতি নিয়ে গবেষক প্রতিষ্ঠান সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম জানান, এক সময়ে সুন্দরবনে চার শতাধিক বাঘ ছিল। কঠোর নজরদারি না থাকায় চোরাশিকারিদের কারণে বাঘ কমে যাওয়ার অন্যতম কারণ। এজন্য বন বিভাগকে দায় স্বীকার করে নিতে হবে। বাড়াতে হবে কঠোর নজরদারি। পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ফলে হুমকির মুখে রয়েছে সুন্দরবনের বাঘ। এখন সুন্দরবন পূর্ব বিভাগে যেভাবে কঠোর নজরদারি চলছে, তা পূর্ব বিভাগেও চালু থাকলে বাঘ নিরাপদ থাকবে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনে চোরাশিকারিদের দৌরাত্ম্য কমায় সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা বেড়েছে। ইতোমধ্যেই বাঘের প্রজনন, বংশ বৃদ্ধিসহ অবাধ চলাচলের জন্য গোটা সুন্দরবনের আয়তনের ২৩ ভাগ থেকে ৫১ ভাগ এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়েছে। বাঘের সংখ্যা বাড়াতে তাদের বিচরণ ও প্রজনন নির্বিঘ্ন করতে ১ জুন থেকে আগস্ট পর্যন্ত প্রজনন মৌসুমের ৩ মাস পর্যটকসহ সব ধরনের বনজীবীদের সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে সুন্দরবন পাহারায় স্মার্ট পেট্রোলিং টিম কাজ করছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *