দেশ থেকে নৌকা মার্কা বিতাড়িত করতে হবে: নাহিদ ইসলাম

Jamuna Television

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ফ্যাসিস্ট সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। নৌকা মার্কাকে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু আমরা হতাশ এখন পর্যন্ত, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার করতে না পারায়, আসামিরা জামিনে বের হয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২ মার্চ) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে উল্লেখ করে এনসিপি আহবায়ক বলেন, বিচার চলা পর্যন্ত আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিগত ১৬ বছর তাদের ফ্যাসিজমে মানুষ রাস্তায় নামেনি, নেমেছিল ছাত্রদের আন্দোলনে। মুজিববাদী ৭২ এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল, মানুষের ভাষার অধিকার ব্যর্থ হয়েছিল, অর্থনীতিকে লুটের রক্ষীবাহিনীর হাতে তুলে দিয়েছিল।

নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে। আগামী নির্বাচনে একইসাথে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলেও দাবি তুলেন নাহিদ ইসলাম।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যারা শেখ হাসিনার বিচারের বিরুদ্ধে কথা বলছেন, তারা সাংবাদিক নয়। তারা আওয়ামী লীগের দোসর।

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের শহীদ ও আহতদের মর্যাদা দিতে পারেনি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বাসন হচ্ছে।

তিনি প্রশ্ন তুলেন, নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কোনো মতামত দিচ্ছে না। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবে নির্বাচন কমিশন সম্মত হচ্ছে না। এই ইসি কার পারপাস সার্ভ করছে?

এনসিপি আহ্বায়ক বলেছেন, জুলাই ঘোষণাপত্র দিতে হবে। রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদ তৈরি করতে হবে। তাতে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় ফ্যসিবাদবিরোধী মঞ্চ তৈরি করতে আহবান জানান তিনি।

/এমএন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *