দ্য বেঙ্গল ফাইলস : ছেচল্লিশে কলকাতা ও নোয়াখালীর দাঙ্গা নিয়ে এখন বিতর্ক কেন?

Google Alert – সশস্ত্র

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ‘দ্য বেঙ্গল ফাইলসে’র সমর্থনে কলকাতায় সমাবেশ

    • Author, শুভজ্যোতি ঘোষ
    • Role, বিবিসি নিউজ বাংলা, দিল্লি

একান্ন বছর বয়সী বিবেক অগ্নিহোত্রী বলিউডের অপেক্ষাকৃত তরুণ পরিচালকদের অন্যতম, যদিও একটি বিশেষ ধারার চলচ্চিত্র তৈরির জন্যই তার পরিচিতি। ২০২১ ও ২০২৩ সালে তার নির্মিত পরপর দু’টি ছবি – ‘তাসখেন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তা ছাড়া দেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও সদস্য তিনি।

তিনি গত প্রায় মাসখানেক ধরে তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৯৪৬ সালের অক্টোবরে ঘটে যাওয়া নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন – সঙ্গে তখনকার বিখ্যাত ‘বন্দে মাতরম’ পত্রিকার মাস্টহেডে সেগুলোকে শিরোনামের আকারে সাজিয়ে।

এর কোনওটায় তিনি লিখেছেন : ‘লক্ষ্মীপুজোর রাতে হিন্দু গণহত্যা সংঘটিত হয় গোলাম সারওয়ার ও তার ভাই ছোট মিঁয়ার ষড়যন্ত্রে’।

কোনওটায় আবার জানাচ্ছেন, ‘গোলাম সরকারের হাড় হিম করা ফতোয়া : সুচেতা কৃপালনীকে ধর্ষণ করলেই মিলবে ‘গাজী’ খেতাব!’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *