চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে।
গতকাল (৮ অক্টোবর) মঙ্গলবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিফ্রিংয়ে তিনি একথা বলেন।

উপ-প্রেস সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর মিলে ২টি টাস্কফোর্স গঠন করেছে। তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে চলে আসবে।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, ওয়ান সিক্স ত্রিপল জিরো (১৬০০০) হটলাইন নম্বর চালু করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন।

এছাড়া একটি ওয়েবসাইটও খোলা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব।