দ.কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৩১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৩৭

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল

ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিউলের পশ্চিমাঞ্চলীয় জেলা আদালত সদ্য বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে।

যৌথ তদন্ত সদর দপ্তরের অনুরোধে এই পরোয়ানা জারি করা হয়। ইউনের বিরুদ্ধে বিদ্রোহ, মার্শাল ল জারি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। যৌথ তদন্ত সদর দপ্তর, দুর্নীতি তদন্ত দপ্তর (সিআইও), পুলিশ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘৩১ ডিসেম্বর সকালে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে।’

এই পদক্ষেপটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বর্তমান রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির নজির স্থাপন করল। তবে ইউনকে কবে গ্রেপ্তারের চেষ্টা করা হবে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের নিরাপত্তা বিভাগ তার দপ্তর এবং সরকারি বাসভবনে তল্লাশি চালানোর জন্য একাধিক পরোয়ানা কার্যকর করতে বাধা দিয়েছিল।

উল্লেখ্য, এই বছরের ৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউন।

সারাবাংলা/এনজে

গ্রেফতারি পরোয়ানা
দ.কোরিয়া
মার্শাল ল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *