Google Alert – সশস্ত্র
স্টাফ রিপোর্টার ঃ মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ ১০ আগস্ট রাতে খুলনা সদর থানাধীন পশ্চিম টুটপাড়া মেইন রোডের ৮ম গলিতে অভিযান চালিয়ে আইরিন পারভীন আরিনা (৩২) নামের কুখ্যাত মাদক কারারিকে গ্রেফতার করেছে। তিনি ৮ম গলি পশ্চিম টুটপাড়া মেইন রোডের বাসিন্দা তানভীর হাসান তনুর স্ত্রী। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৩৩৫ পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজা, ৪০০ মিঃ লিঃ বিদেশী মদ, ৫ গ্রাম আইস এবং মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ও ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।