নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত

Jamuna Television

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আকবর শেখ (৬৫) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত আকবর শেখ ওই গ্রামের মেকরেত শেখের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে আজ ঈদের দিন বিকেলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আকবর শেখ গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।

/আরএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *