Google Alert – প্রধান উপদেষ্টা
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তবে এই সময়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩.৬৭ শতাংশ।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশে মোট করোনা শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৬১৭ জনের এবং মৃত্যুবরণ করেছেন ২৩ জন।