নতুন দায়িত্বে বাফুফেতে ফিরলেন সাফ জয়ী কোচ

Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

গোলাম রব্বানি ছোটন

নতুন বছরের দ্বিতীয় দিন নতুন দায়িত্ব নিয়ে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরলেন প্রথম নারী সাফ জয়ী কোচ গোলাম রব্বানি ছোটন। আগামী এক বছরের জন্য বাফুফের এলিট একাডেমি এবং ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের সাবেক এই কোচ।

‘কাজের স্বাধীনতা নেই’, বাফুফের প্রতি এমন অভিযোগ জানিয়ে গত বছরের মে মাসে বাফুফের চাকরি ছাড়েন কোচ ছোটন। বাফুফের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের সাথে মনোমালিন্যের জেরে নারী ফুটবলের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের পথচলা থামিয়ে রব্বানি যোগ দেন বাংলাদেশ আর্মি নারী ফুটবলের দলের সঙ্গে। মাঝে বেশ কয়েকবার বাফুফেতে তার ফেরার আলোচনা হলেও সেটা আর বাস্তবে রূপ নেয়নি। তবে সেই চাকরি ছেড়ে আবার বাফুফেতে ফিরলেন তিনি।

নতুন বছর নতুন দায়িত্বে ফিরে সেটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ছোটন। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যে দায়িত্বটা পেয়েছি সেটা হলো ইয়ুথ ডেভলপমেন্ট। আমি মনে করি এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। অনেক উন্নতি করার জায়গা রয়েছে। উন্নতি করার বিষয়টাই আমার ফোকাস থাকবে। খেলোয়াড়দের যেন উন্নতি হয় এবং তারা ভালো খেলায়াড় হয়। তারা ভালো মানুষ হয়ে যেন অনেক উচুতে পৌঁছাতে পারে এটাই আমার মূল লক্ষ্য।’

নতুন দায়িত্ব পেয়ে বাফুফের সভাপতি ও সহ-সভাপতির সাথে আলোচনা করেছেন ছোটন। তাদের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছেন বলেও জানান ছোটন, ‘প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের মূল লক্ষ্যই থাকবে খেলোয়াড়দের উন্নতি করা। আমরা খেলোয়াড়দের উন্নয়নের জন্য কাজ করে যাবো।’

সাফ জিতে আসার পরপরই নারী দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন ছোটন। যোগ দেন আর্মি নারী ফুটবল দলের কোচ হিসেবে। তবে সেই চাকরি ছেড়ে বাফুফতে প্রত্যাবর্তনের পর জানালেন নতুন ফুটবলার তৈরিতেই তার মনোযোগ থাকবে সবটুকু, ‘মহিলা ফুটবল যখন সাফ চ্যাম্পিয়ন হয়ে আসে সেখান থেকে আমি সরে আসি। আমি সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নেই। গত লিগে আপনারা দেখেছেন সেনাবাহিনী নারী ফুটবল দল বেশ ভালো করেছে। এখানেও যেহেতু সবাই তরুণ ট্যালেন্ট। তারা ভালো কিছুর আশায় এখানে আসে। আমাদের মূল লক্ষ্য থাকবে তাদের ভালো ফুটবলার হিসেবে তৈরি করা। বাংলাদেশে যেন ভালো ফুটবলার তৈরি হয়, জাতীয় দল যেন শক্তিশালী হয় এবং তাদের ভবিষ্যত যেন ভালো হয় সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করবো। ’

সারাবাংলা/জেটি

গোলাম রব্বানি ছোটন
বাফুফে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *