নবনিযুক্ত সচিবকে অভিনন্দন শিক্ষা উপদেষ্টার

Google Alert – প্রধান উপদেষ্টা

নবনিযুক্ত সচিব রেহানা পারভীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এক পরিচিতি সভায় মিজ রেহানা পারভীনকে ফুল দিয়ে অভিনন্দন জানান শিক্ষা উপদেষ্টা এবং অনান্য কর্মকর্তারা।

গতকাল সোমবার তাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব নিযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন। তিনিই শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম নারী সচিব।

পারভীন এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব পালন করছেন। গত ৩ জুলাই তিনি ওই পদে নিযুক্ত হন। তার আগে তিনি কিছুদিন ওএসডি ছিলেন। তারও আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে অর্থ মন্ত্রণালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা রেহানা ১৯৯৪ খ্রিষ্টাব্দে সিভিল সার্ভিসে যোগ দেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষা উপদেষ্টা #শিক্ষা সচিব #রেহানা পারভীন #ড. চৌধুরী রফিকুল আবরার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *