Bangla News
অবিলম্বে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশের গেজেট প্রকাশ, নবম জাতীয় পে-কমিশন দ্রুত ঘোষণা, সচিবালয়ের কর্মচারীদের রেশন ব্যবস্থা চালুর দ্রুত পদক্ষেপসহ বিভিন্ন দাবি জানিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। এজন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের মহাসচিব নিজামউদ্দিন আহমেদ।
সভায় অবিলম্বে কর্মচারীদের দাবিকৃত সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর সংশোধনীর চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রত্যেক মন্ত্রণালয় বিভাগের কর্মচারী নেতৃবৃন্দকে নিয়ে স্বল্প সময়ের মধ্যে উপ-কমিটি চূড়ান্তকরণের মাধ্যমে সংগঠনকে শক্তিশালীকরণের সিদ্ধান্ত হয়।
নবম জাতীয় পে-কমিশন দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টা ও অর্থসচিব মহোদয়ের সাথে যোগাযোগ; সচিবালয়ের কর্মচারীদের স্বতন্ত্র পদ-পদবী দাবি করে তা বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়।
বিভিন্ন দপ্তরের ৮ লাখ কর্মচারীর ন্যায় সচিবালয়ের কর্মচারীদের রেশন ব্যবস্থা চালুর দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
সচিবালয়ের খাবারের ক্যান্টিন চালু করার জন্য সংযুক্ত পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
সভায় গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকে ঘৃণ্য আচরণ অভিহীত করে নেতৃবৃন্দ এর নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, মোহাম্মদ সোহেল রানা, ছালাহ উদ্দিন আহমেদ, মানজার হোসেন, আবু বকর সুমন, আব্দুল কাদের, শুভ, সুমন মিজানুর রহমান, শহীদুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন, মো. শাহজাহান আলী, বাবুল আক্তার, বায়েজিদ হাসান, মাকছুদা আক্তার বেলী, শিল্পি আক্তার, নুরুন্নাহার, রহমত উল্লাহ বাবু, আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেন, মো. বিপুল মোল্লা, আরিফুর রহমান, আরিফ হুসাইন, রুহুল আমিন, মো. আরিফ, নাছিমুল আলম, সাব্বির আহম্মেদ, আব্দুল কাদের, শাহাদাৎ হোসেন, শামীমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এমআইএইচ/এমএম