চ্যানেল আই অনলাইন
আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়োজিত সাউথ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর চতুর্থ আসর (বঙ্গোপসাগর কথোপকথন ২০২৫) আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার ৮ আগস্ট আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “বিরোধ, বিভাজন ও পুনঃসমীকরণ” যা বর্তমান বৈশ্বিক শক্তি পুনর্বিন্যাস, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি, নিরাপত্তা ও জলবায়ু সংক্রান্ত অনিশ্চয়তার বাস্তবতাকে তুলে ধরবে।
সিজিএস জানিয়েছে, পূর্ববর্তী সম্মেলনগুলোর ধারাবাহিক সফলতায় এবারও বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে প্রায় ২০০ জন বক্তা এবং ৮০০ জন অংশগ্রহণকারী যোগ দেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন, রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও গবেষক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি
আলোচনার মূল পাঁচ থিম থাকছে:
১. পরিবর্তনশীল মৈত্রী ও ক্ষমতার নতুন জ্যামিতি
২. সংকটের বহুমুখী বিস্তার: যুদ্ধ, ভঙ্গুরতা ও বৈশ্বিক স্থিতিশীলতার অবসান
৩. কৃত্রিম বুদ্ধিমত্তা, বিভ্রান্তি ও জ্ঞানের অস্ত্রায়ন
৪. নিষেধাজ্ঞা, ঋণ ও ঝুঁকি হ্রাসের যুগে অর্থনৈতিক পুনর্বিন্যাস
৫. উষ্ণায়নকালীন সময়ে জলবায়ু, সীমান্ত ও নিরাপত্তা
সিজিএস মনে করে, বৈশ্বিক ভাঙনের মধ্যেও পুনর্গঠনের সুযোগ খুঁজে নেওয়ার এই সময়টিতে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ একটি বিশ্ব দক্ষিণ-নেতৃত্বাধীন প্ল্যাটফর্মে পরিণত হবে। যেখানে প্রযুক্তি, জলবায়ু, সংঘাত ও সংযোগের ছেদবিন্দুতে গুরুত্বপূর্ণ নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।
সম্মেলনটি শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারী বক্তা, প্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে পূর্ব রেজিস্ট্রেশন করতে হবে।
বিভিন্ন সরকার, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, কূটনৈতিক মিশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় সিজিএস এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।