নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১,

Bangla News

নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল-ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে সাইফুল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ দুপক্ষের অন্তত ২৫ জন।  

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার বেলাব ও চরবেলাব গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  


পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  


নিহত সাইফুল চরবেলাব এলাকার জীবন মিয়ার ছেলে।  


স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে বুধবার বিকেলে বেলাবো মাটিয়ালপাড়া ও চরবেলাবো গ্রামের মধ্যে হোসেন আলী কলেজে মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বেলাব উপজেলার চরবেলাব এবং মাটিয়ালপাড়ার দুই যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একপর্যায় তাদের মধ্যে হাতাহাতিতে তিনজন গুরুতর আহত হন। এ ঘটনার জের ধরে ১২ জুন সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশ গেলে তাদের ওপরও চড়াও হয় বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এতে পুলিশ, গ্রামবাসী যৌথ সংঘর্ষের ঘটনায় ১০ পুলিশসহ ২৫ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়। আহত বাকিরা নরসিংদী সদর, জেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


সংঘর্ষে আহত বেলাব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করার চেষ্টা করি। আমাদের সঙ্গে তখন নিরাপত্তামূলক কোনো সরঞ্জাম ছিল না। হঠাৎ করে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি মাথায় ইটের আঘাতে রক্তাক্ত হই এবং পরে হাসপাতালে ভর্তি হই।


বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর-ই-মুশিফকা ফেরদৌস বলেন, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১০ পুলিশ সদস্যসহ মোট ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, তুচ্ছ একটি ঘটনা কেন্দ্র করে দুপক্ষের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেলাব থানার ওসিসহ ১০ জন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *