নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে গৃহবধূ নিহত

Kalbela News | RSS Feed

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের গুলিতে শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত শান্তা ইসলাম (২২) শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঙ্গে প্রতিপক্ষ একই এলাকার দলিল লেখক মো. সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। পূর্ব এ বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর সোহেলের সমর্থকরা চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম। স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, দুপুর আড়াইটার দিকে শান্তা ইসলাম নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে।

রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ কালবেলাকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *