নাইক্ষ্যংছড়িতে অপহরণের ৪৮ ঘণ্টায় শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

Google Alert – পার্বত্য অঞ্চল

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকা থেকে অক্ষত অবস্থায় অপহৃত আরাফাত হোসেন বাবু নামে সাত বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত রুহুল আমিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চল আলিক্ষ্যং থেকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি থানা এবং কাগজীখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এর আগে বুধবার (৩০ জুলাই) রাতে ৫–৬ জন মুখোশধারী রাঙ্গাঝিরি এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ঘরের টিনের দরজা ভেঙে ঢুকে তার ছোট ছেলে আরাফাতকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার মা শাহেদা বেগমের মোবাইলে ফোন করে অপহরণকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

খবর পাওয়ার পরপরই বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশে আলিক্ষ্যং পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে। এ সময় রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে রুহুল আমিনকে আটক করা হয়। 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, ‘শিশু আরাফাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সঙ্গে জড়িত রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে।’

তিনি জানান, বাকি অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *