নাইজেরিয়ায় সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, সেনা সদস্যদের অপহরণ

Google Alert – সেনা

ছবিঃ সংগৃহীত।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে বেশ কয়েক জন সেনা সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহরণের পাশাপাশি ঘাঁটিতে থাকা গোলাবারুদ্ধের উল্লেখযোগ্য অংশ লুটপাট করেছে।

তাদের হামলায় বেশ কয়েক জন সেনা সদস্য এবং কর্মকর্তা নিহত ও আহতও হয়েছেন। তবে নাইজেরিয়ার সামরিক বাহিনী অপহৃত এবং নিহত-আহত সেনা কর্মকর্তা ও সদস্যদের সংখ্যা প্রকাশ করেনি।

অপহরণের শিকার এই সেনাদের মধ্যে থেকে একজন সেনা সদস্য পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। রয়টার্সকে তিনি বলেছেন, গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নাইজেরিয়ার বোর্নো প্রদেশের মার্তে জেলার সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী। এই ঘাঁটিটি নাইজেরিয়ার সেনাবাহিনীর ১৫৩ নম্বর টাস্ক ফোর্স ব্যাটালিয়ন ব্যবহার করে।

মোটর সাইকেল ও গাড়িতে চেপে আসা এই সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে বেশ কয়েকজন সেনাকে হত্যা করে অস্ত্রাগার লুটপাট করে এবং যাওয়ার সময় আরও কয়েক জনকে অপহরণ করে নিয়ে যায়। গোটা ঘটনাটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। তবে ধারণা করা হচ্ছে নাইজেরিয়ার আল কায়দাপন্থি সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারাম কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী আইএসপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (ইসওয়াপ)।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ওনিয়েচি অ্যাপোলিনা আনিলে’র সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তিনি রয়টার্সকে নাইজেরিয়ার সামরিক বাহিনীর সদর দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন। সেখানেও যোগাযোগ করেছিল রয়টার্স, তবে সদর দপ্তরের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা অবশ্য বলেছেন যে অপহৃত সেনাদের উদ্ধারে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী।

গত বেশ কয়েক বছর ধরে নাইজেরিয়ায় এ ধরনের সন্ত্রাসী হামলা ঘটছে নাইজেরিয়ায়। স্থানীয়ভাবে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত।






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *