নাইজেরিয়ায় স্বর্ণখনি ধসে শতাধিক প্রাণহানির আশঙ্কা

Google Alert – সশস্ত্র

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মারু স্থানীয় সরকার এলাকার কাদাউরি খনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বহুসংখ্যক কারিগর খনির গভীরে স্বর্ণ উত্তোলনের কাজ করছিলেন। হঠাৎ করেই খনির মাটি ধসে পড়লে তারা ভেতরে আটকা পড়েন। প্রতিবেদন করা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

 

উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সানুসি আওয়াল ফোনে রয়টার্সকে জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে তার এক চাচাতো ভাইও রয়েছেন। তিনি বলেন, “খনি ধসের সময় সেখানে শতাধিক শ্রমিক কাজ করছিলেন।”

 

দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফেরা ইসা সানি বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন। তিনি বলেন, “আমরা ভাগ্যবান যে জীবিত উদ্ধার হয়েছি। শতাধিক মানুষের মধ্যে মাত্র ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

 

উল্লেখ্য, জামফারা রাজ্যে অবৈধ খনি খনন একটি সাধারণ ঘটনা। এই অঞ্চলের স্বর্ণখনিগুলো সশস্ত্র গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত, যা সহিংসতা এবং প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এমএআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *