Jamuna Television
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
গাজায় ইসরায়েলি আগ্রাসন, নারী ও শিশু হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে নাটোরের সিংড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উপজেলার সুবর্ণ সরোবর থেকে একটি মশাল মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে এ প্রতীকী কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, এ কর্মসূচি গাজার মজলুম মানুষের প্রতি বাংলাদেশের মানুষের সংহতির বার্তা। বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে সকল মানুষ গণহত্যার বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। ইসরায়েল গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা মানবতা ও সভ্যতার বিরুদ্ধে নির্মম যুদ্ধ। নিরস্ত্র শিশু, নারী ও নিরীহ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে তারা যে নৃশংসতা চালাচ্ছে, তা জাতিগত নির্মূল অভিযান ছাড়া আর কিছু নয়।
এসময় বর্বরতা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তারা। কর্মসূচিতে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
/এএইচএম