Sarabangla | Breaking News | Sports | Entertainment
নাটোর: নাটোরের নলডাঙ্গার হালতিবিল, গুরুদাসপুর ও বাগাতিপাড়ার আটঘরিয়া এলাকায় সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও মৎস্য অধিদপ্তর।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, হালতিবিলে ৭০টি, গুরুদাসপুরের খুবজিপুরে ৬৫টি এবং বাগাতিপাড়ার আটঘরিয়ায় ৩০টি অবৈধ জাল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৬ লাখ টাকা। অভিযানে প্রায় ১২০ কেজি বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও ২০০ কেজি কাকড়া উদ্ধার করে অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য অফিসার (অ.দা.) মো. শহিদুল ইসলাম জানান, জলজ জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ মাছ আহরণ বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।