CHT NEWS
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ আগষ্ট ২০২৫
রাঙামাটির নান্যাচর উপজেলার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৮ মাইল এলাকার ঠান্ডা
বাজার নামক এলাকা থেকে সেনাবাহিনী এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুুের এ আটকের ঘটনা ঘটে।
আটক ইউপিডিএফ সদস্যের নাম রনেল চাকমা ওরফে প্রকাশ। তিনি উপজেলার সাবেক্ষ্যং
ইউনিয়নৈর পশ্চিম মরাচেঙ্গী গ্রামের শিশু কুমার চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ২টার সময় নান্যাচর সেনা জোন থেকে
সাদা পোশাকে ৬-৭ জন সেনা সদস্য সিএনজি অটোরিক্সা যোগে ১৮ মাইলের ঠান্ডা বাজারে যায়।
এরপর সেনারা সেখানে সাংগঠনিক কাজের জন্য একটি দোকানে অবস্থান করা ইউপিডএফ সদস্য রনেল
চাকমাকে আটক করে নিয়ে যায়।
এ সময় ওই দোকানে থাকা এলাকার দু’জনকেও সেনারা আটক করে। পরে এলাকার গণ্যমান্য
মুরুব্বীরা কথাবার্তা বলার পর সেনারা তাদেরকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়া দু’জন হলেন- চিরঞ্জীত
দোজর পাড়ার সন্তু চাকমা(৪৫) পিতা-আদবুদুলি চাকমা ও সুভাষ চাকমা(২৭) পিতা-কুড়িচোগা চাকমা।
সেনারা ইউপিডিএফ সদস্য রনেল চাকমাকে নান্যাচর সদরের দিকে নিয়ে যায়। তবে
তার বিরুদ্ধে থানায় কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।