নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা

jagonews24.com | rss Feed

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বুধবার (২৫ জুন) ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে দিনব্যাপী এ সেবা দেওয়া হয়।

জানা যায়, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ সেবা দেওয়া হয়। ক্যাম্পেইনে সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডা. মেজর কানিজ ফাতেমা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন সেবা প্রদান করেন।

সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসিসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।

মেডিকেল ক্যাম্পেইনে সেবাপ্রাপ্ত রোগী ও এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণমূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *