RisingBD – Home
প্রকাশিত: ২১:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘নারী, উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে নারীর সমঅধিকার’ শীর্ষক কর্মশালায় নারী নেতারা বলেন, “সংবিধানের মৌলিক অধিকার অধ্যায়ের ২৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সব নাগরিকের জন্য সমান অধিকার রক্ষার অঙ্গীকার করেছে রাষ্ট্র। তবু, নারীরা উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ধর্মীয় ও সামাজিক প্রথার অজুহাতে নারীরা লিঙ্গভিত্তিক বৈষম্যের শিকার হচ্ছেন।”
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর বাবর রোযে বিএনপিএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা সঞ্চালনা করেন বিএনপিএস পরিচালক শাহনাজ সুমী।
বক্তৃতা করেন গ্রাম বিকাশ সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালক রোকেয়া পদকপ্রাপ্ত মাসুদা ফারুক রত্না, পার্লামেন্ট নিউজ সম্পাদক সাকিলা পারভীন, বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি অ্যান্ড লবির পরিচালক (লিগ্যাল) দিপ্তী শিকদার, বরিশালের আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, রংপুরের সিড-এর নির্বাহী পরিচালক সারথী রানী সাহা, কক্সবাজারের অগ্রযাত্রার নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দীন প্রমুখ।
কর্মশালায় উত্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, উত্তরাধিকার আইন একটি জটিল কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, যার প্রধান উৎস হলো ধর্মীয় আইন। ১৯৬১ সালে পাকিস্তানের সামরিক শাসকদের দ্বারা প্রণীত বৈষম্যমূলক ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা স্পষ্টভাবে নারীদের মানবাধিকার ও সমান অধিকার লঙ্ঘন করে। নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য প্রয়োজন উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটি শুধু নারীদের ক্ষমতায়নই নয়, সমাজের সমতা ও ন্যায্যতার জন্যও অপরিহার্য।
ঢাকা/এএএম/এসবি