চ্যানেল আই অনলাইন
মেয়েদের ফুটবলে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ঋতুপর্ণা-মনিকারা। জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক এ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মেয়েদের উদ্দেশ্যে এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।
তিনি আশা প্রকাশ করেন, এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।
বাংলাদেশ দল এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয়ায় অভিনন্দন জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ। বাংলাদেশের অর্জনে তারা গর্বিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে।
মেয়েদের এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ ২-২ গোলে ড্র করে বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপে মধ্য এশিয়ার দেশ দুটি এক পয়েন্ট করে অর্জন করে। এই ড্র’তে লাভ হয় বাংলাদেশের, এক ম্যাচ হাতে রেখেই প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।