Bangla Tribune
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুকে ‘ঐতিহাসিক পটপরিবর্তন’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ সম্মেলন শেষে দেশে ফেরার কয়েকঘণ্টা পর, স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বক্তব্যে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তিনি বলেছেন, ‘অগণিত ইসরায়েলি’ ও বিদেশি নাগরিকদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ‘প্রতিশোধ গ্রহণ’ করেছে ইসরায়েল।
তিনি আরও বলেছেন, ইসরায়েল তার শত্রুদের ওপর হামলা অব্যাহত রাখবে।
শুক্রবার লেবাননের দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় নাসরাল্লাহসহ আরও কয়েকজন নেতা নিহত হন। এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তাদের হামলায় শুধু হিজবুল্লাহ প্রধানই নন, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডারসহ অন্যান্য সিনিয়র নেতাও নিহত হয়েছেন।
এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হিজবুল্লাহর ওপর ইসরায়েলি সেনাবাহিনীর শেষ কয়েকদিনের হামলা ‘যথেষ্ট’ ছিল না। তাই তিনি হাসান নাসরাল্লাহকে হামলার নির্দেশনা দিয়েছিলেন।
ইসরায়েলের লক্ষ্য পূরণে নাসরাল্লাহর মৃত্যু ‘একটি প্রয়োজনীয় শর্ত’ ছিল বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
বক্তব্যে নেতানিয়াহু আরও বলেছেন, ‘ইরানের শয়তানের অক্ষশক্তির প্রধান চালিকা শক্তি’ ছিলেন নাসরাল্লাহ।
টানা ৩২ বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছিলেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ। ইসরায়েলে যত হামলা চালানো হয়েছে তার সবই ছিল তার নির্দেশে।