না ফেরার দেশে হলিউড অভিনেতা জো মারিনেল্লি

Bangla Tribune

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমেরিকান অভিনেতা জো মারিনেল্লি। ২২ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

২৪ জুন তার এজেন্ট জুলি স্মিথ খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মারিনেল্লি কয়েক বছর ধরে গলা এবং পেটের ক্যান্সারে ভুগছিলেন।

অন্যদিকে, এই অভিনেতার দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা লি জে. ম্যাকক্লসকি মৃত্যুর খবরে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমি জানতাম জো  কঠিন এক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার মনোবল এবং প্রাণশক্তি আমাকে সবসময় অবাক করেছে। অসাধ্য এক যুদ্ধ তিনি লড়ে গেছেন এবং সত্যিকার অর্থেই তিনি ছিলেন এক যোদ্ধা, এক চ্যাম্পিয়ন।’ তিনি আরও লিখেছেন, ‘জো ছিলেন শুধু একজন অভিনয়শিল্পী নন, তিনি ছিলেন একজন মানবিক মানুষ। শিক্ষক, দার্শনিক বন্ধু এবং গল্প বলার এক অনন্য প্রতিভা। তার মধ্যে ছিল হাস্যরস আর বোধের দারুণ এক মিশেল।’

১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের কনেকটিকাটে জন্ম নেওয়া জো মারিনেল্লির শৈশব থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর ভালোবাসা। উচ্চশিক্ষা নেন লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে। প্রথমে থিয়েটারে কাজ শুরু করলেও, খুব অল্প সময়েই তিনি টেলিভিশনের পর্দায় জায়গা করে নেন।

‘এল.এ. ল’ এবং ‘হিল স্ট্রিট ব্লুস’-এর মতো জনপ্রিয় সিরিজ দিয়ে তার টিভি অভিষেক ঘটে। তবে দর্শকের হৃদয়ে স্থায়ী হয়ে ওঠেন ‘সান্তা বারবারা’ সিরিজের বান্নি তাগলিয়াত্তি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পাশাপাশি ‘জেনারেল হসপিটাল’-এ জোসেফ এবং সাম্প্রতিক সময়ের ‘দ্য মর্নিং শো’-তে ডনি স্পাগনোলি চরিত্রে তার অভিনয় ভীষণ প্রশংসিত হয়। জো মারিনেল্লি মারিনেল্লির ক্যারিয়ারে বৈচিত্র্য ছিল চোখে পড়ার মতো। ‘দ্য ওয়েস্ট উইং’, ‘হাউস’, ‘ডেসপারেট হাউসওয়াইভস’, ‘ভিক্টোরিয়াস’ এবং ‘দ্য অফার’-এর মতো নানা ধারার সিরিজে অভিনয় করে তিনি দেখিয়ে দিয়েছেন, তিনি একইসঙ্গে সিরিয়াস ড্রামার সংবেদনশীল মুখ এবং কমেডির প্রাণশক্তি।

সূত্র: সিএনএন 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *