নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযান, ১১০০ টি ধারালো অস্ত্র জব্দ

Google Alert – আর্মি

নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযান, ১১০০ টি ধারালো অস্ত্র জব্দ

প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১১:২৫ AM

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সামুরাই ছুরি, চাপাতি ও অন্যান্য দেশীয় ধারালো অস্ত্রসহ প্রায় ১ হাজার ১০০ টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র মূলত কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।

শনিবার (৯ আগস্ট) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প সূত্রে এ তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও অপরাধী চক্রগুলোর তৎপরতা বেড়ে যাওয়ায়, বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ধরনের অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউ মার্কেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া দুদিনের অভিযানে বিভিন্ন দোকান ও গুদাম থেকে এসব অবৈধ অস্ত্র জব্দ করা হয়। সেনাবাহিনী জানায়, এগুলোর কোনো গৃহস্থালি ব্যবহার নেই- সম্পূর্ণরূপে অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।

গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে বলে জানায় সেনাবাহিনী।

উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে- এ ধরনের অস্ত্র বিক্রি না করতে। পাশাপাশি সাধারণ মানুষকে কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রের ব্যবসা রোধে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দুষ্কৃতিকারীদের কোনোভাবেই অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

স্বদেশ প্রতিদিন/এমএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *