হিল ভয়েস
হিল ভয়েস, ৪ জানুয়ারি ২০২৫, বান্দরবান: গত ১৭ দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কর্তৃক বান্দরবান জেলাধীন বান্দরবান সদর উপজেলার রাজভিলা এলাকা থেকে সুইসাউ মারমা (৪৫) নামে এক গ্রামবাসীকে তুলে নিয়ে যাওয়া হয়। গতকাল (৩ জানুয়ারি) ২ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মীরা সেই সুইসাউ মারমাকে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
গণতান্ত্রিক ইউপিডিএফ এর সক্রিয় কর্মী অটল চাকমার কাছে ঐ টাকা হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ , দুপুর আনুমানিক ১২:৩০ টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে অবস্থিত ডলুপাড়া সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দুইটি জীপ গাড়ি যোগে বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নের রাজভিলা উপর পাড়ার বাসিন্দা সুইসাউ মারমার বাড়িতে আসে। এসময় সুইসাউ মারমার স্ত্রী বান্দরবানে সদরে কাজে গিয়েছিলেন।
সেনা সদস্যরা সুইসাউ মারমাকে পেয়েই তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
সুইসাউ মারমার স্ত্রী ঘটনাটির বিষয়ে জানতে পারলে বান্দরবান সদর থেকে ফেরার সময় ডলুপাড়া সেনা ক্যাম্পে যান এবং সেনাবাহিনীর কাছে তার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার কারণ জানতে চান। এসময় ডলুপাড়া সেনা ক্যাম্পের সেনারা তার স্বামীকে (সুইসাউ মারমা) বান্দরবান সদর জোনে পাঠানো হয়েছে বলে জানান।
এতদিন সুইসাউ মারমাকে বান্দরবান সেনা জোনে আটক রাখা হয় বলে জানা যায়।
একাধিক সূত্রের অভিযোগ, সেনাবাহিনীই সুইসাউ মারমাকে আটক করে নিয়ে যায়, আর তারাই গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যদের দিয়ে আটককৃত সুইসাউ মারমার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ে বাধ্য করে।